ডিমলায় স্বেচ্ছাশ্রমে মন্দির সংস্কার

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২০, ০২:২৩ এএম

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাশ্রমে ” হামার ডিমলা” ফেসবুক গ্রুপের মন্দির সংস্কার।
রোববার সকালে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্দেশনায় ”হামার ডিমলা” ফেসবুক গ্রুপের আয়োজনে উপজেলার রামডাঙ্গা পুরাতন থানা পাড়ার সার্বজনিন কালী মন্দিরের সংস্কার কাজ করা হয়। মন্দিরটি দির্ঘদিন হতে সংস্কারের অভাবে পরিত্রাক্ত থাকায় সনাতন ধর্মালম্বীরা পুজো উদযাপন করতে পারছিলেন না। বিষয়টি ”হামার ডিমলা” ফেসবুক গ্রুপের নজরে এলে অসাম্প্রদায়িক ডিমলা গড়ার লক্ষে ও মন্দিরটিতে পুজা উদযাপনের লক্ষে স্বেচ্ছাশ্রমে মন্দিরটি সংস্কার ও নিজ অর্থায়নে ৫০ হাজার টাকা ব্যয়ে ১০০ ফিট সীমানা প্রাচির নির্মানের উদ্দেগ গ্রহন করেন। নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ”হামার ডিমলা” ফেসবুক গ্রুপের এডমিন সাইয়েন কাদির কানন এর সার্বিক ব্যবস্থাপনায় সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, ”হামার ডিমলা” গ্রুপের অন্যতম সদস্য ও নীলফামারী জেলা ছাত্রলীগের উপ-ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক চয়ন হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের নেতা মনোরঞ্জন রায়, বিষ্ণু, আরমান, ভবোতোষ ভবো, তাপস, রনি, রাফি, হাবিব, শাওন, রানা, রাহি, চন্দন, রিপন, মাহাবুবসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংস্কার কাজে অংশ গ্রহন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW