কুড়িগ্রামে ২ প্রতিবন্ধী নিখোঁজ শিশু লাশ উদ্ধার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৬ এএম

কুড়িগ্রামে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে দুই প্রতিবন্ধী সহোদর নিখোঁজের একদিন পর ১লা সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
মোগলবাসা ইউনিয়ন চেয়ারম্যান নুরজামাল জানান, তার ইউনিয়নের নিধিরাম গ্রামের বেলাল হোসেনের দুই বাক প্রতিবন্ধী শিশু মারুফ (১০) ও মাউন (৭) সোমবার বিকেলে নিরুদ্দেশ হয়। আত্মীয়স্বজনের বাড়ি সহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও প্রতিবন্ধী শিশু দুটির কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার (১সেপ্টেম্বর) ভোরে ওই এলাকা মসজিদ থেকে বের হয়ে মুসুল্লিরা পার্শ্ববর্তী রাস্তার ধারে একটি পুকুরের জলে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে এলাকার লোকজন সেখানে ছুটে আসে এবং শিশু দুটির মরদেহ উদ্ধার করে। শিশু দু’টির লাশ এক নজর দেখতে ওই বাড়িতে শত শত মানুষের ঢল নামে। এ ঘটনায় শিশু দু’টির পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW