রাজিবপুরে ৮৩০পিচ ইয়াবা সহ ১ জন ধৃত!

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২০, ০১:৩৮ এএম

কুড়িগ্রামের রাজিবপুরে ৮৩০ পিচ ভারতীয় ইয়াবা টেবলেট সহ রহমতুল্লাহ (২৩) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চর রাজিবপুর থানা পুলিশ। চর রাজিবপুর থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলক, এএসআই মোখলেছুর রহমান ও এএসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বেলা পনে ৩টায় রাজিবপুর স্লুয়েজ গেইট এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। ওই মাদক ব্যবসায়ী রৌমারী থেকে অটো-রিক্সা যোগে সানন্দ বাড়ি দিকে যাচ্ছিল। পুলিশের টেয় পেয়ে সে স্লুইস গেইট এলাকার উত্তর পাশে নেমে হাটতে ছিল। কুশলী এএসআই মোখলেছ তার গতিবিধি লক্ষ করে তার পিছু নেয়। কৌশলে তাকে ধরে ফেলে এবং দেহ তল্লাসী করে ইয়বাগুলো উদ্ধার করে। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার সন্নাসীর চর গ্রামের মাষ্টার আবদুস সালামের পুত্র। চর রাজিবপুর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খ.ম আবদুল হালিম সত্যতা স্বীকার করে জানান, তার নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বুধবার ভোরে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW