নওগাঁঁর ধামইরহাটে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে নতুন ঘরসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। ২৩ জানুয়ারী বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৬৬ হাজার ১ শত ৭৯ টি ভূমিহীন ও গৃহহীনদের নতুন ঘর প্রদানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ধামইরহাটে ১৫০ টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত নতুন ঘরের দলিল হন্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। অনুষ্ঠানে উপজেলা ভাইস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, সালেহ উদ্দিন আহমেদ, আবদুস সালাম, ইমরুল কায়েশ বাদল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন সহ বিভিন্ন উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা ই¯্রাফিল হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে ইসবপুর, বৈদ্যবাটি,জোতওসমান, উদয়শ্রী বেলপুকুর, রসপুর ও আগ্রাদ্বিগুনের কাশিপুর আশ্রয়ণ কেন্দ্রসহ মোট ১৫০টি ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মান বাবদ ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।