দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের ৫ তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক কাম ওয়ার্কশপ ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ নতুন অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন- প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (এলইডি) বাস্তবায়নে প্রায় ৭ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৮৫০ টাকা ব্যয়ে ৫তলা নতুন অ্যাকাডেমিক কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ করা হচ্ছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজ অধ্যক্ষ আহছান হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সমাজ ও পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের কৃষিবিদ বিভাগীয় প্রধান ও অ্যাকাডেমিক ইনচার্জ পবন কুমার সরকার প্রমুখ। এর আগে দুপুরে পার্বতীপুর তালীমুন্নেছা (মহিলা) আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি মরহুম অধ্যক্ষ নুরুল আমিন সরকারের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসা চত্ত্বরে। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। স্মরণ সভায় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। মাদরাসার অধ্যক্ষ মোঃ খাদিমুল ইসলাম নুরী এতে সভাপতিত্ব করেন।