শ্রীমঙ্গলে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের গনসচেতনতামুলক কার্যক্রম

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :  : | প্রকাশ: ৩০ মার্চ, ২০২১, ১২:৪৮ এএম

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যােগে গতকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বরে জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ সময় সাধারণ জনগনের মধ্যে ৫০০ মাস্ক বিতরণ করা হয়। একই সাথে সবাইকে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম হ্যান্ড মাইকে সকলকে  মাস্ক পরিধানসহ স্বাস্হ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গলের এসি ল্যা- মো. নেছার উদ্দিন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। 
আজ থেকে মাস্কবিহীনদের বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW