শ্রীমঙ্গলে মাস্ক পরিধান না করার দায়ে ৪১ জনকে অর্থদণ্ড

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :  : | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২১, ০৩:২৩ এএম

শনিবার মাস্ক পরিধান নিশ্চিতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।  
আজ দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত  পৃথক দুইটি  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পরার দায়ে ৪১ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ১৬ জনকে ২ হাজার ৬০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন ২৫ জনকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযানে সহযোগিতা প্রদান করেন।
আইন অমান্য করে ক্রেতা-বিক্রেতা পর্যায়ে এবং পাবলিক প্লেসে মাস্ক না পরার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইনের সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়। 
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW