চুয়াডাঙ্গা জীবননগর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা বেগবান করার লক্ষে মাইটিভির সিনিয়ার রিপোর্টার জীবননগর উপজেলার কৃতী সন্তান ও সাথী অটো রাইস মিলের ম্যানেজিং ডিরেক্টর এস কে লিটন ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার হিসাবে প্রদান করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসেলিমা আক্তারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু ,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু,মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ প্রমুখ।