দৌলতপুরে কৃষকদের মাসে বীজ সার উপকরণ বিতরন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :  : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারন অধিপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ২০২১-২০২২ মৌসুমে নাবী পাটবীজ উৎপাদনে লক্ষে উপজেলার ২৩০ জন কৃষককে পেয়াজ বীজ ও ৬৫ জন কৃষক কে নাবী পাটবীজ রাসায়নিক সার সহ উপরকন বিতরন করা হয়েছে। এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চূয়ালী যোগদান করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোনালী  খাতুন আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ এ ছাড়া ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW