মাগুরায় ৬ষ্টি পূজাঁর মধ্যদিয়ে ৭১৩ টি মন্ডপে দূর্গাপূজা শুরু

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) : : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২১, ০২:২৮ এএম

করোনা সংক্রমন কম থাকায় আজ ৬ ষ্টি পূজাঁর মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মাগুরার ৭১৩ টি মন্ডপে দূর্গাপূজাঁ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিটি পূজাঁ মন্ডপে বাহারী রংয়ের কারুকাজ দিয়ে দূর্গা মূর্তির পাশা-পাশি অন্যান্য মূর্তিকে সাজানো হয়েছে আকর্ষনীয় ভাবে।
স্বাস্থ্য বিধি মেনে ধর্মী ভাবগামভির্যের মধ্যদিয়ে সকলকে পূজাঁ পারবনে অংশ নিতে আহবান করেছেন মাগুরা জেলা পূজাঁ উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজাঁকে নির্বিগ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW