গুজব ছড়িয়ে সম্প্রতি নষ্টের প্রতিবাদে মাগুরায় জাসদের মানববন্ধন                                      

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২১, ০২:৫৪ এএম

গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হামলা করে সম্প্রতি নষ্টের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে জাসদ। সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তব্য রাখেন, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, মিয়া ওয়াহিদ কামাল বাবলু  প্রমূখ।
মানববন্ধনে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দেশের শান্তি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW