আবুল বাশার শেখ’র দু’টি কবিতা

এফএনএস: : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২১, ০৫:৪৮ এএম

ভালোবাসা এমনই রোগ

যে আগুনে হাত পুড়ে যায়

সেই আগুনে মন পুড়েনা,

ভালোবাসা এমনই রোগ

জাতি কুলের ধার ধারেনা।।

 

ভালোবাসার রঙ্গিন চশমা

যার নয়নে পরেছে,

লোভ লালসার কথা ভুলে

সরল পথে চলেছে।।

সব ব্যথা সয় হাসি মুখে

প্রতিবাদের ভাষা বুঝেনা।

 

অচিন দেশে স্বপ্ন সাজায়

দূর পরবাসে যায়,

তারা ভরা রাতের আকাশ

দু’জনারে কাছে পায়।।

একে অন্যের চোখের মনি

শেষ পরিণতি (কি হবে তা) ভাবেনা।

 

 

 

 সাংবাদিক

 এদেশের বুকে মাথা তুলে

 জনগণের কথা বলে

 কলম চালায় কিছু সাংবাদিক,

 আলোচনা সমালোচনা

 সব বিষয়ে যায় যে জানা

 পেপার টিভি অনলাইনে ঠিক।

 দক্ষ যেমন কর্ম তেমন

 ভুল না করেও মাথায় সমন

 সংবাদের নেশায় যারে টানে,

 স্বপ্ন রঙ্গিন সামনে সুদিন

 কলম হবে মুক্ত স্বাধীন

 এই বাসনা সাংবাদিকের প্রাণে।

 প্রবীণ যারা তারা দেখায় পথ

 নবীনেরা তখন সাহস পায়,

 বড় হওয়ার স্বপ্ন চোখে নিয়ে

 তখন তারা যায় এগিয়ে যায়।

 অবিরাম ছুটে চলে রাত দিন

 জনতার মুখে যেন থাকে নাম,

 ঘটনার চাপে পড়ে মাঝে মাঝে

 নিতেও পাড়েনা সে বিশ্রাম।

 সামনে বিপদ জেনে ছুটে চলে

 কলম কন্ঠে জনতার কথা বলে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW