বান্দরবানে পাড়াপ্রধান সহ ৫ জনকে কুপিয়ে হত্যা

এফএনএস : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৪:৫৯ এএম : | আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৫:০০ এএম

বান্দরবানের রুমা এলাকায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। পুর্ব বিরোধের জের ধরে কারবারি পরিবারের ওপর হামলা করেন গ্রামবাসীরা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম এ তথ্য জানান। 
শুক্রবার সকালে গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫জন নিহত হয়েছে বলে জানা যায় নিহতরা হলেন, পাড়া প্রধান কারবরি লংরুই ম্রাে (৬৫), রুংথুই ম্রাে (৪২) ,লেংরুং ম্রাে (৩৮), মেনওয়াই ম্রাে (২৯) ও রিংরাও ম্রাে (২৬)। 
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসীদের সঙ্গে কারবারি পরিবারের জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের বাগবিতন্ডার একপর্যায়ে কারবার পরিবারের উপর হামলা করে গ্রামবাসীরা এ সময় ধারালো দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে তারা। ঘটনাস্থলে লুংরুই ম্রো ও তার বড়ছেলে রংথুই ম্রাে মারা যান বাকি তিন জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW