পাবনার ঈশ্বরদী উপজেলায় তরমুজ বোঝায় ট্রাক ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপরে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন মোটরসাইকেলের চালক মেহেদী হাসান বিজয় (২০) নামে এক যুবক।
একই ঘটনায় তরমুজ বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা দুই ব্যাক্তি আহত হয়েছেন। তবে চালক পলাতক রয়েছে।
আজ (০৫ মে) সকাল ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে দাশুড়িয়া - কুষ্টিয়া মহাসড়কের 'চাদআলীর মোড়' নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা মোটর সাইকেল চালক মেহেদি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে। তরমুজ বোঝায় ট্রাক হেলপারের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে তরমুজ বোঝায় ট্রাকের ভিতরে থাকা হেলপার মারা গেলে তাঁর মরদেহটি উদ্ধার করে পাকশী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান,তরমুজ বোঝায় ট্রাক ওভারটেক করার সময় মোটর-সাইকেল ছিঁটকে রাস্তার ওপর পরে গিয়ে ঘটনাস্থলে মোটর-সাইকেল চালকের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর-সাইকেল চালকের মরদেহ ও ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধারের পর সুরতাহাল করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক থাকলেও রয়েছে। এ বিষয়ে সড়ক দূর্ঘটনা আইনে মামলা করার প্রস্তুুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।