বোতলের গায়ে লেখা দামেই সয়াবিন তেল বিক্রি করতে নগরীতে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার বিকেলে নগরীর সাগরদী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। সাগরদী বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ে ১৬৫ টাকা লেখা থাকলেও তা ২০০ টাকা করে বিক্রি করার অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের কবির স্টোরে অভিযান চালিয়ে বেশকিছু বোতল সয়াবিন তেল পাওয়া যায়। দোকানের মালিক কবির হোসেন ওই তেল ২০০ টাকা দরে বিক্রি করছিলেন। অথচ বোতলের গায়ে পূর্বের ১৬৫ টাকা লিটার দর লেখা ছিলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় বোতলের গায়ে লেখা তেল বিক্রি করতে বাধ্য হয়েছেন দোকানি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা।