ফেনীতে ২৬ লাখ টাকা মূল্যের ইয়াবা সহ একজন আটক 

এফএনএস (মাইনুল ইসলাম রাসেল; ফেনী) : : | প্রকাশ: ২৯ জুন, ২০২২, ০৩:২৪ এএম

ফেনীর দেওয়ান গন্জ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২ শপিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার রাতে শহরের দেওয়ান গন্জ এলাকার বিসিক রাস্তার মাথা থেকে গাজাঁগুলো উদ্ধার করাসহ মোঃ আরিফ (৩১) নামে একজনকে আটক করা হয়।

আটক মোঃ আরিফ (৩১) ফেনী সদরের দেবীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় ঘটনাস্থল থেকে মোঃ আরিফকে আটক করা হয়।পরবর্তীতে আটক আরিফকে জিজ্ঞাসাবাদে এবং তার দেয়া তথ্যমতে তার হাতের একটি পলিথিনের ব্যাগ থেকে ৫ হাজার ২ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ২৬ লাখ ২০ হাজার টাকা।

পরে উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW