বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে লালপুর মডেল ও নান্দরায়পুর চ্যাম্পিয়ন 

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২২, ০৩:০৭ এএম

নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নান্দরায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়    
চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২৫ জুলাই) লালপুর উপজেলা প্রাথমিক ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বশাক, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।   
উপজেলা পরিষদ চত্বর মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ চূড়ান্ত প্রতিযোগিতায় লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ - ১ ওয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে  পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতায় নান্দরায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় - নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-৩ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW