কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
২৫ আগস্ট বিকেলে তাকে রামু উপজেলা গর্জনিয়া বড়বিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আটক মোহাম্মদ ইউনুছ ঈদগড় বড়বিল এলাকার ফকির মোহাম্মদের ছেলে বলে।
থানা সূত্র জানায়, সম্প্রতি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক নারীর (সঙ্গত কারণে পরিচয় গোপন রাখা হল) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোহাম্মদ ইউনুছ। সে বিভিন্ন সময়ে প্রেমিকার ছবি ও ভিডিও ধারণ করে রাখে। সম্পর্ক অবনতি হলে সে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি ঐ নারীর নজরে আসলে ২৫ আগস্ট ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ১১, ধারা ৮(১), ৮(২), ৮(৩)।
একই দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহি উদ্দীনসহ একদল পুলিশ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইউনুছকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।