আড়াইহাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস (মাসুম বিল্লাহ; আড়াইহাজার, নারায়ণগঞ্জ) :  : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ০৪:০৭ এএম

আড়াইহাজারে সানি আক্তার (২২) নামে ৫  মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া গ্রাম থেকে নিহততের মরদেহ উদ্ধার করা হয়।  নিহত সানি আক্তার একই এলাকার ইমন হোসেনের স্ত্রী।

নিহত সানি আক্তারের পিতা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ছানাউল্লাহ জানান, তার মেয়েকে গত দুই বছর আগে ঝাউগড়া গ্রামের সেলিমের ছেলে ইমনের সাথে বিয়ে দেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল এবং সানি আক্তার ৫ মাসের অন্তঃমত্ত্বা ছিলেন। তিনি বুধবার সকালে সংবাদ পান যে তার মেয়ে সানি আক্তার স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ীর নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। তার দাবী সানি আক্তারকে হত্যা করে ইমন সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এর পরপরই স্থানীয়রা ঘাতকের বিচারের দাবীতে বিক্ষোভ করেন।  

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW