নারায়ণগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত আসনে মনোনয়ন কিনলেন কোহিনূর ইসলাম রুমা

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১২ এএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র  কিনেছেন সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা। রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানাযায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ২নং ( সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার) আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, যাচাই  বাছাই ১৮ সেপ্টেম্বর,   মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর।
সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের মহিলা সসম্পাদিকা কোহিনূর ইসলাম রুমা ২০০৯ সালে বিপুল ভোটের ব্যবধানে সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস-চেয়াম্যান নির্বাচিত হন। রুমা সবার দোয়া কামনা করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW