লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শাজাহান খান এমপির মতবিনিময় 

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :  : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ এএম

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে  বীর মুক্তিযোদ্ধাদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থানীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন,জেলা পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির নেতা আব্দুজ্জাহের সাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  জাকির হোসেন ভূইয়া আজাদসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW