মান্দায় ভটভটির ধাক্কার ভ্যানচালক নিহত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :  : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৯ এএম

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় আবদুল কুদ্দুস (৫০) নামে চার্জারভ্যানের এক চালক নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সাদেকুল ইসলাম জানান, বাবা আবদুল কুদ্দুস সোমবার বিকেলে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার আগে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে চৌবাড়িয়া বাজারে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে ফেরার পথে বাঁকাপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী আবদুস সবুর জানান, বাঁকাপুর মোড়ের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ভ্যানচালক আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত আবদুল কুদ্দুসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW