সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব হতে ফরহাদুলকে অব্যাহতি

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও নাট্য সম্পাদক সম্পাদক ফরহাদুল ইসলামকে প্রেসক্লাবের সকল সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক একাধিক বার প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি প্রদান করা হয়। সিদ্ধান্ত গ্রহণের পর থেকে উপজেলা প্রেসক্লাবের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। উপজেলার সকল সরকারি দপ্তর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, অফিস আদালত, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও, সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রেসক্লাব। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW