মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২২, ০৩:১২ এএম

“গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহর উদ্বোধন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আহাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দোহা, জেলা সমাজ সেবার উপপরিচালক মোঃ আশাদুল ইসলাম প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW