মাগুরায় জাহাজ ডুবিতে নিহত ৩ জনের দাফন, এখনো নিখোজঁ ২

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ০২:০১ এএম

চট্রগামে জাহাজ ডুবির ঘঁটনার চার দিন পর নিহত ৩ জনের লাশ আজ সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতি ও খলিসাখালী গ্রামে নিজ নিজ বাড়িতে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় স্কুল মাঠে সকাল ১০টায় নিহত সুরুজ মিয়া, জাহিদুল ইসলাম এবং মনির হোসেনের জানাজা শেষে দাফন করা হয়।
এখনো ডুবে যাওয়া জাহাজের মাস্টার মন্ডলগাতি গ্রামের শিমুল হোসেন ও শ্রমিক নুর মোহাম্মদের লাশ নিখোজঁ রয়েছে। তাদের পরিবারের দাবি দ্রুত লাশ খুজে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW