মাগুরা জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ০৩:১০ এএম

মাগুরা জেলা যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এ সম্মেলনের উদ্বোধন করেন।
মাগুরা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, কেন্দ্রীয় যুব মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শমি ও কেন্দ্রীয় সদস্য জাকিয়া সুলতানা নিপা। 
এ সময় অতিথিরা জানান, আওয়ামী লীগের মহিলা অঙ্গ সংগঠন গুলোকে যত সক্রিয় করা যাবে ততই নির্বাচনে মহিলা ভোটারদের ভোট সংগ্রহে সুবিধা হবে। এজন্য আগামী নির্বাচনের আগে প্রতিটি সংগঠনের পাশাপাশী মহিলা অঙ্গ সংগঠন গুলো সক্রিয় করতে হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW