এক ঢাই মা‌ছের দাম ২৪ হাজার

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ০৫:০৫ এএম

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা প‌ড়ে‌ছে ৭ কে‌জি ওজ‌নের বিলুপ্ত জা‌তের এক‌টি ঠাই মাছ। 

শুক্রবার বিকা‌লে দৌলত‌দিয়া ৫ নম্বর ফেরি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা একটু লা‌ভের আশায় ৩ হাজার ৪শ টাকা কে‌জি দ‌রে মোট ২৩ হাজার ৮শ টাকায় মাছ‌টি কি‌নে নেয়।

এরআ‌গে দুপু‌রে দৌলত‌দিয়া ফে‌রি ঘাট এলাকায় নাটু হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে।

মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, পদ্মার মাছ এম‌নি‌তেই সুস্বাদু। আর ঢাই মাছ আরও সুস্বাদু। এই মাছ খুব একটা ধরা প‌রে না। দুপু‌রে দৌলত‌দিয়ার আ‌নোয়ার সরদা‌রের আড়ত থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ‌মে ৩ হাজার ৪শ টাকা কে‌জি দ‌রে ৭ কে‌জি ওজ‌নের ঢাই মাছ‌টি তি‌নি একটু লা‌ভের আশায় কি‌নে‌ছেন। এখন কে‌জি প্রতি সামান‌্য লা‌ভে মাছ‌টি বিক্রির জন‌্য দে‌শের বি‌ভিন্নস্থা‌নে মোবাইল ফো‌নে যোগা‌যোগ কর‌ছে। আশা কর‌ছেন সন্ধ‌্যার আ‌গেই মাছ‌টি বি‌ক্রি হ‌য়ে যা‌বে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW