বাঘা পৌর নির্বাচন,জনপ্রিয়তায় শীর্ষে মামুন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :  : | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২২, ০৩:৩৪ এএম

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন মামুন হোসেন। বাঘা পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন স্থানীয় রাজনীতি ও মাঠ পর্যায়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলে তিনি দাবি করেন। তাই তিনি শতভাগ আশাবাদী নৌকা প্রতীক তিনিই পাবেন।
মামুন হোসেন বলেন, জননত্রেী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে আমার নেতা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নির্দেশনায় তৃণমূলে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো ধরনের সংকট মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাঘা পৌরবাসীর পাশে থেকেছি। আওয়ামী লীগ নির্দেশিত সব কর্মসূচি ও সাংগঠনিক কর্মকা- নিষ্ঠার সঙ্গে করছি। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের কারণে সর্বোপরি আমার প্রতি বাঘা পৌরসভার সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা বিবেচনায় দল আমাকে নৌকা প্রতীকে নির্বাচনে সুযোগ দেবে বলে আশা রাখি। 
মামুন হোসেন আরও বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির করি। করোনাকালে আমার নিজ উদ্যোগে ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহযোগিতায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছি। তাই আমার শতভাগ বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিবেন এবং মেয়র পদে বিজয়ী হবো। প্রতি বছর ঈদ ও শীত মৌসুমে দরিদ্রদের মাঝে পোশাকের পাশাপাশি আর্থিক সহায়তা করি। আমি আওয়ামী লীগের দলীয়ভাবে নৌকা প্রতীকে মনোনীত হলে পৌরসভার ৬, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ৮০ ভাগ ভোট পাবো। এ ছাড়া ১,২,৩,৪,৫ নম্বর ওয়ার্ডে ৬০ ভাগ ভোট আমার নিয়ন্ত্রণে রয়েছে। 
আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে নির্বাচিত হয়ে পৌরসভাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত মডেল পৌরসভা রূপান্তর করতে চান। আমি দীর্ঘদিন থেকে পৌরসভার পাড়া মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও ইতোমধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে ৫ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেছি। মানুষের পাশে গিয়ে সমস্যার কথা শুনছি এবং সমাধান করার চেষ্টা করছি। 
আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে বাঘা পৌরসভার মেয়র পদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। জননেত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বাঘাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW