মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :  : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ০১:৫৮ এএম

নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে সন্ধ্যা রানী (৪৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিশু শিহাবের বাবা লিটন হোসেন জানান, ছেলে শিহাব সকালে বাড়ির উঠানো খেলা করছিল। একসময় সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সকাল ১০টার দিকে পুুকুরের পানিতে তার ভেসে উঠে। 
অন্যদিকে উপজেলার বারিল্যা গ্রামের হীরেন চন্দ্র প্রামাণিকের স্ত্রী সন্ধ্যা রানীর লাশ বুধবার রাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের দাবি পারিবারিক বিরোধের জের তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু শিহাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ঘটনায় গৃহবধূ সন্ধ্যা রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোসহ অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW