বিয়ের পিঁড়িতে বসবেন আগামী ৪ ডিসেম্বর। প্রাক বিয়ের অনুষ্ঠানের মধ্যে মাতা কি চৌকির আয়োজন করেছিলেন হনসিকা। সেই অনুষ্ঠান সেরেই গ্রীসে উড়ে গিয়েছেন অভিনেত্রী। বন্ধুদের সঙ্গ চুটিয়ে ব্যাচেলরেট পার্টি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাচেলরেট পার্টির ঝলক শেয়ার করেছেন হনসিকা। অভিনেত্রীর এই পার্টিতে অভিনেত্রী শ্রিয়া রেড্ডিসহ আরও কয়েকজন বন্ধুকে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায়, শুরুতে অভিনেত্রী সাদা সিল্কের উপর ব্রাইড লেখা আউটফিট পরেছেন। আর এই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সর্বশ্রেষ্ঠ ব্যাচেলরেট।' অভিনেত্রীর ভিডিওতে বান্ধবী তানভি শাহ লিখেছেন, ‘আমরা কি ফিরে যেতে পারি?’ হনসিকা উত্তর দিয়েছেন, ‘আমারও ইচ্ছে করছে।’ শ্রিয়া মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত সেরা!’ এই ডিসেম্বর যোধপুরে বসছে হনসিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। চলছে ব্যাপক প্রস্তুতি। ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা অনুষ্ঠান। কাছের বন্ধু আর পরিবারকে নিয়ে জয়পরে উড়ে যাবেন দম্পতি। সাতপাক ঘুরবেন ৪ ডিসেম্বর বিকেলে। ২ ডিসেম্বর থাকবে সুফি নাইট। আর ৩ ডিসেম্বর হবে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান। পরিবারের জন্য থাকছে একটা স্পেশ্যাল পোলো ম্যাচ। আর ৪ ডিসেম্বর রাতেই ক্যাসিনো থিম আফটার পার্টির আয়োজনও থাকছে। বিয়ের জন্য জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ভাড়া করেছেন তারা। হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া ব্যবসায়িক অংশীদার। হানসিকার নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একজন মনোনীত অংশীদার সোহেল। পেশায় মুম্বাই নিবাসী সোহেল। হনসিকার বাগদত্তা সোহেলের আগেও একবার বিয়ে হয়েছিল। ২০১৬ সালে সোহেল কাঠুরিয়া প্রথম বিয়ে করেছিলেন রিঙ্কি নামের একজনকে। কিন্তু প্রথম বিয়ে বেশিদিন টেকেনি তার। বিচ্ছেদের পরই একে অপরের কাছাকাছি আসেন সোহেল এবং হনসিকা। হবু স্বামীর প্রথম বিবাহের সব অনুষ্ঠানেই প্রায় যোগদান করেছিলেন হানসিকা। হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে ‘কোই মিল গ্যায়া’ সিনেমাতে কাজ করেছিলেন হনসিকা। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা পান। কাজ করেছেন বলিউডেও। সূত্র: হিন্দুস্তান টাইমস