শ্রীমঙ্গলে জন্ম নিবন্ধন ক্যাম্পেইন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২২, ০১:২৬ এএম

মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রীমঙ্গলে জন্ম নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন।

তিনি শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের কাকিয়াছড়া চা বাগানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিঘাট ইউনিয়ন পরিষদের  বাস্তবায়নে শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ ক্যাম্পেইনের সকল কার্যক্রম প্রত্যক্ষ করেন।

বিভাগীয় কমিশনার ড.মোঃ মোশারফ হোসেন  ক্যাম্পেইন স্থলে জন্ম নিবন্ধন করতে আসা কয়েকজনকে সাথে সাথে জন্ম নিবন্ধন করে তাদের হাতে তুলে দেন। তিনি এই ক্যাম্পেইনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময়  মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW