লক্ষ্মীছড়িতে বিজয় শোভাযাত্রা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) :  : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২, ১২:৩৫ এএম

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গালি জাতির অহংকার ও গৌরবের মাস ডিসেম্বর উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। 
১ডিসেম্বর বৃহস্পতিবার সকালে একটি বিশাল র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বের হয়ে বাজার ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন সকললের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বার, হেডম্যান-কার্বারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW