দেলদুয়ারে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২, ০২:২৩ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে নাশকতা মামলায় আবদুল মান্নান (৫০) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। সে দেলদুয়ার সদরের উত্তর পাড়ার মৃত আবদুল হালিমের ছেলে। 

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন  খবরে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপি সদস্য আবদুল মান্নান কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW