হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৪ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাড়ির বাহিরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোয়াইব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসাড়ডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোয়াইব ঐ এলাকার সাঈদ রহমানের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সোয়াইব। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে কিছুক্ষন পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW