যথাযোগ্য মর্যাদায় কলমাকান্দায় মহান বিজয় দিবস পালন 

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২২, ০৪:৩০ এএম

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। 
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কলমাকান্দা থানা, উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠন, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।  
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও রজনীগন্ধা স্টিক দিয়ে সম্মান দেখানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW