বরিশালের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :  : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২২, ০২:১৫ এএম

নারী করদাতা, ৪০ বছরের নিচে তরুন করদাতা, দীর্ঘ মেয়াদী এবং সর্বোচ্চ করদাতা মিলিয়ে চার ক্যাটাগরিতে বরিশালের ৪৯ জন সেরা করদাতাকে বুধবার সকালে সম্মাননা প্রদান করা হয়েছে।
‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শ্লোগানকে সামনে রেখে নগরীর বিলাস বহুল হোটেল গ্যান্ড পার্কের সাউথগেইট ব্যাংকুয়েট হলে কর অঞ্চল বরিশালের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার কাজী লতিফুর রহমান। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ¦ মো. সাইদুর রহমান রিন্টু।
সেরা করদাতা হিসেবে সম্মাননাপ্রাপ্তরা বলেন, সেরা কর দিয়ে সামান্য একটি সার্টিফিকেট বা ক্রেস্ট ছাড়া আমরা কিছুই পাচ্ছিনা। তাই আগামীতে সেরা করদাতাদের সিআইপি হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW