জামালপুরে টাইলস শ্রমিক ইউনিয়নের ঊদ্যোগে কম্বল বিতরন 

এফএনএস (এসএম আবদুল হালিম; জামালপুর) :  : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ০১:২১ এএম

জামালপুর স্যানেটারী,মোজাইক ও টাইলস শ্রমিক ইউনিয়ন,রেজি নং ময়মন-২১ এর উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত  শ্রমিকের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।৩১ডিসেম্বর শনিবার সকালে জামালপুর রেলগট সংলগ্ন সংগঠন কার্যালয়ে অসহায় শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। 
সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানের  প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার উপ-সহাকরি প্রকৌশলী এ এইচ এম মোস্তফা কামাল। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রফিকের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ও আকিজ সিমেন্টের টিএসও কমল কান্তি সাহা। এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগের নব গঠিত সভাপতি  ও সাধারন সম্পাদকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW