কলমাকান্দায় ভারতীয় নিষিদ্ধ মদসহ আটক ১

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :  : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৩, ০২:২৬ এএম

নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় গত শনিবার রাত ৯.৩০ টায় এস আই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে রেন্টিতলা মোড় থেকে ১২ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ একজকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃত ব্যক্তির পরিচয়, ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর (কালিবাজার)এলাকার অজিত মনি ঝষির  ছেলে পলাশ মনি ঝষি(২২) নামে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনে আজ সকালে আটককৃত আসামীকে কৌটে প্রেরন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW