মাগুরায় মরা মুরগি বিক্রয়ের সময় ব্যবসায়ী আটক

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৩, ০১:০৩ এএম

মাগুরায় পাচঁশত পিচ মরা সোনালী মুরগি বিক্রয়ের সময় শহরের পুরাতন মুরগী বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলামকে আটক করেছে ভ্র্যাম্যমান আদালত। তাকে এক মাসের কারাদন্ডাদেশ এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ম্যাজিষ্ট্রেট অভি দাস।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা পৌরসভার কসাইখানা পরিদর্শক রিয়াজ খান মরা মুরগি বিক্রয়ের তথ্য নিশ্চিত হলে ভ্র্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় পাচঁশত পিচ মরা মুরগি যার ওজনে চারশত কেজি উদ্ধার করা হয়। মরা মুরগি বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ী রফিকুল ইসলাম কে আটক করে ভ্র্যাম্যমান আদালত এ রায় ঘোষনা করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মৃত মুরগি গুলো মাগুরা জেলার বিভিন্ন হোটেল এবং বিরানী হাউজ গুলোতে কম দামে বিক্রয় করা হয় বলে আটককৃত রফিকুল ইসলাম জানান।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW