নাসিরনগরে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :  : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৩, ০১:৫২ এএম

নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোর্কণ সৈয়দ বাড়ির শরীফ মঞ্জিলে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর জেলা গর্ভনর লায়ন এম,্এম বাশার। লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ বাংলাদেশের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র আড়াই‘শ জনকে কম্বল ও তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি পেঁয়াজ,২ কেজি আলু,১ লিটার তেল ও ১ প্যাকেট লবন। 
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দ্বিতীয় ভাইস জেলা গর্ভরন মোহাম্মদ বেলাল হোসেন,জোন চেয়ারপার্সন আনোয়ার পারভেজ স্বপন,মোস্তাফিজুর রহমান জুয়েল,গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল।এসময় বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী,ব্যবসায়ী সৈয়দ বাহা উদ্দিন বাহার,কামরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW