বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ে সাটুরিয়ার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ের হলরুমে সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।
বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়ারুন্নাহার, সাটুরিয়া থানার ওসি তদন্ত মো. ইমাম আল মেহেদীসহ আরও অনেকেই।
সময় সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বক্তরা বাল্য বিয়ে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের কি করনীয় পরামর্শমূলক বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ বালিয়াটি ইউনিয়ন পরিষদ পরির্শনসহ সাটুরিয়া উপজেলা পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।