সুন্দরগঞ্জে শিক্ষা অফিসারকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :  : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৩, ০২:৪০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের ২০২৩ সালের সাড়ে ১১ হাজার সরকারি বই বিক্রির মুল হোতা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: মাহমুদ হোসেন মন্ডলকে অবিলম্বে গ্রেপ্তারে দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজ। 
গতকাল রোববার সকাল সাড়ে ১১ ঘটিকায় সুন্দরগঞ্জ উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর থেকে শত শত নারী-পুরুষ ব্যানার, ফেসটুন ও ঝাড়- নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাধ্যমিক শিক্ষা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ, আওয়ামলীগ নেতা গোলাম কবির মুকুল, আহসানুল করিম চাঁদ, সাজেদুল ইসলাম, নাগরিক সচেতন কমিটির আহব্বায়ক প্রভাষক এমএ মাসুদ, সাবেক প্রধান শিক্ষক মুসলিম আলী সরকার, বীরেন চন্দ্র, ছাত্র নেতা সুমন, রাসেল প্রমুখ। বক্তরা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলকে সরকারি বই বিক্রির মুল হোতা হিসেবে গ্রেপ্তার করলে বই বিক্রির সাথে জড়িতদের  মুখোস উন্মচিত হবে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিষয়টির প্রতি দৃস্টি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশসানের হস্তক্ষেপ দাবী করেন বক্তারা। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী উপজেলা মাধ্যমিক স্তরের সাড়ে ১১ হাজার সরকারি বই বিক্রি করে পাচার কালে প্রথিমধ্যে ট্রাকসহ ভর্তি বইসহ ৩ জনকে গ্রেপ্তার করেন পুলিশ এ নিয়ে থানায় মামলা হয়। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW