গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ জুয়ারীসহ গ্রেপ্তার ৯

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৩৭ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের নির্দেশে একদল পুলিশ ফোর্স উপজেলার রাওনা ইউনিয়নের লাউতৈল এলাকায় থেকে ৮ জুয়ারীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন- লাউতৈল গ্রামের মৃত আঃ সামাদের ছেলে হৃদয়  মিয়া (২৯),  কালা মিয়ার ছেলে আরফান মিয়া (৩২), মৃত মিয়া  হোসেনের ছেলে জইন উদ্দিন (৩৫), হাফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), মৃত বদরুজ্জোহা ছেলে রাসেল মিয়া (৩৬),  মোঃ জালাল উদ্দীনের ছেলে তারা মিয়া (৩৮), মৃত মোজাফর আলীর ছেলে আবু সাহিদ (৫২) ও চং বিরই গ্রামের সাহেব আলীর ছেলে আবু সাঈদ (৪৫)। অন্যদিকে কদম রসুলপুর গ্রাম থেকে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আশরাফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তার পিতার নামমৃত ইসমাইল শেখ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW