দুর্গাপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০৫ এএম

নেত্রকোণার দুর্গাপুরে সেচের পানিতে পড়ে নুসাইফা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হহওয়ার খবর পাওয়াগেছে। বুধবার সকালে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার মো. মোশারফ হোসেনের কন্যা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবাই ঘরে কাজে ব্যস্ত ছিলো এ সময় নুসাইফা উঠানেই খেলা করছিলো। হঠাৎ শিশু নুসাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেতে সেচের পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার বড় বোন সাবিনা আক্তার। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান মিয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW