নবজাতকের পিতৃ পরিচয় জানেনা মা জায়েদা

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:২৫ এএম : | আপডেট: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:২৬ এএম

পটুয়াখালীর বাউফলে জায়েদা (২৫) নামে এক ( মানুষিক ভারসাম্যহীন) পাগলী একটি ফুটফুটে  ছেলে নবজাতকের জন্ম দেয়।  আজ (১৫ ফেব্রুয়ারী)  বুধবার বিকাল ৪ টার  দিকে কালাইয়া ইউনিয়নের বাজে সন্দীপ তুলা তলা দিলু মিস্ত্রীর দোকানের সামনে এ নবজাতকের  জন্মদেয় জায়েদা পাগলী।  মা জায়েদা নিজের নাম জায়েদা, মায়ের নাম মাজেদা, বাবার নাম জব্ববার কারী, স্বামীর নাম নেওয়াজ ব্যাতীত আর কিছুই বলতে পারে না। বর্তমানে  নবজাতক ও মা জায়েদা পার্শ্ববর্তী শহিদ সর্দারের  ঘরে সুস্থ আছে। 

  সরেজমিনে জানা গেছে, গত দেড়মাস পূর্বে  এ মহিলা এ এলাকায় আসে। তিনি তার পরিচয় বলতে পারে না। গতকাল রাত ূুদুটার দিকে জায়েদার প্রসব ব্যাথা উঠে। সকাল থেকে এলাকার লোকজন ভীর জমালে  এলাকার লোকজন তাকে শহিদ সর্বাদারের বাসায় যেতে অনুরোধ  করলেও তিনি কারো বাসায় যেতে অস্বীকার  করে । বিকাল ৪ টার দিকে  ওই এলাকার মান্তা পরিবারের  দাই চন্দ্রবানের সহযোগিতায়  এক ছেলে সন্তানের জন্ম দেয় জায়েদা।  জায়েদা সাংবাদিকদের  জানান তিনি তার সন্এতানের পিতৃ পরিচয় জানেনা।  এ  ঘটনায়  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের  সৃষ্টি  হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW