বাউফলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলন মেলা!

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :  : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০৭ এএম

পটুয়াখালীর বাউফলে একটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্টজনদের মিলন মেলায় পরিনত হয়েছে। আজ (১৯ ফেব্রুয়ারী) রোববার সকাল ১০টায় উপজেলার কারখানা সুফিয়াখাতুন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) গোলাম কাদেরের সহধর্মীনি দিল আফরোজ কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) গোলাম কাদের, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য রায়হান সাকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, বাঊফল ূপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু প্রমূখ। গোটা অনুষ্ঠানটি বাউফলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশিষ্টজনদের সরব উপস্থিতিতে  মিলন মেলায় পরিনত হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW