মাগুরায় নিত্যপন্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন 

এফএনএস (শফিকুল ইসলাম শফিক; মাগুরা) :  : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:২৩ এএম

চাল, তেল, গ্যাসসহ সকল নিত্যপন্যের দাম কমানোর দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গনতান্ত্রিক জোট।
মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেছে মাগুরা জেলা বাম গনতান্ত্রিক জোট। জোটের সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু’র পরিচালনায় বক্তব্য রাখেন জোটের আহ্বায়ক কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ, এ টিএম আনিচুর রহমান প্রমূখ।
বক্তারা বর্তমান সরকারের নানা ব্যর্থতা উল্লেখ করে অবিলন্বে চাল, তেল, গ্যাসসহ সকল নিত্যপন্যের দাম কমানোর আহবান করেন। এ ছাড়া মাগুরার একমাত্র শিল্প প্রতিষ্টান দির্ঘদিন বন্ধ থাকা বস্ত্র কল চালু করার দাবি জানান।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW