উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই

এফএনএস (হারিস মোহাম্মদ; জুড়ী, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ১২:৪৪ এএম

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। তিনি  না থাকলে দেশে এত উন্নয়ন হত না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) মৌলভীবাজার জেলার জুড়ীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের  উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ আর এখন ভিক্ষুকের দেশ নয়। বর্তমানে অনেক উন্নত রাষ্ট্রকে বাংলাদেশ সহযোগিতা করছে। সম্প্রতি অর্থনৈতিক সংকটে পড়লে শ্রীলঙ্কাকে সহায়তা করেছে বাংলাদেশ। তুরস্ক ভয়াবহ  ভূমিকম্পে বিপর্যস্ত হলে উদ্ধারকারী দল পাঠিয়ে বাংলাদেশ সহায়তা করেছে।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার‌ রঞ্জন চন্দ্র দে'র  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুর নূর, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, শাহাব উদ্দিন লেমন, মাসুক আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW