চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৩, ০৩:৪৩ এএম

চাঁদপুরের হাজীগঞ্জ বাকিলা রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। ০৪/০৩/২০২৩খ্রিঃ তারিখ দুপুর দেড়টার সময় গোপন সূত্রে মাদকের তথ্য পেয়ে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আবদুল রহিম (৩৭), পিতা-মৃত আব্দুছ শুক্কুর মাতা-মৃত সৈয়দা খাতুন, সাং-তাজিম্যার খোলা, নুরুল আমিনের বাড়ী, ৪নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-সাং-অংজাইন কারবারী পাড়া, বাইল্যার বাড়ী, থানা-রাজস্থলী, জেলা-রাঙ্গামাটিকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। ওই আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW