গাংনীতে বৈদ্যুতিক মোটরের সাথে জড়িয়ে যুবকের মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :  : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৩, ১২:৩৮ এএম

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটরের সাথে জড়িয়ে আহাদ আলী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার  দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের থানাপাড়ার মাঠপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। আহাদ আলী থানাপাড়া মাঠপাড়া এলাকার কৃষক আজিমুদ্দীনের ছেলে।

আহাদ আলীর আত্মীয় থানাপাড়ার বাসিন্দা নাজমুল হোসেন বলেন,আহাদ আলী দুপুরে বাড়ির পার্শে একটি মোটরে গোসল করার জন্য যায়। সেখানে গোসল করার জন্য গর্তে নামতে গিয়ে পা পিছলে পড়ে মোটারে বেল্টে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

নিহতের স্বজনরা জানান,আহাদ আলী মালয়েশিয়া যাওয়ার জন্য আজ রাতেই বাড়ি থেকে ঢাকায় রওনা হওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলো। আগামীকাল সোমবার তার ফ্লাইট হওয়ার কথা ছিলো। আহাদ আলীর পিতা আজিমুদ্দীন বলেন,বাবার কাঁধে সন্তানের মরদেহ বহন করা যে কত কঠিন তা বোঝানো যাবেনা। সকলের কাছে তার সন্তারের জন্য দোয়া কামনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW